প্রীতি ম্যাচের আরও অন্তত ৬ দিন বাকি থাকলেও, শনিবার (১০ জুন) সকালেই আর্জেন্টিনা দল বেইজিংয়ে পা রেখেছে । বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তারা। মেসিদের বরণ করতে বেইজিং বিমানবন্দরে দর্শকদের বড় একটি দল হাজির হয়েছিলেন।
জানা গেছে, আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হবে প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। প্রথমে টিকিটের মূল্য ঘোষণা করতে ব্যাপক শোরগোল সৃষ্টি হলেও মাত্র ১০ মিনিটে সব টিকিট শেষ হয়ে যায়। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮,৭৫৩ টাকা (৮২ ডলার) থেকে সর্বোচ্চ ৭২,৫৮৭ টাকা (৬৮০ ডলার) পর্যন্ত খরচ করতে হবে। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে মেসিদের পরবর্তী ম্যাচটি হবে জাকার্তায়।