অভিষেকে উইন্ডিজ ব্যাটার আথানাজের বিশ্বরেকর্ড
হোয়াইট ওয়াশ হল আমীরাত
সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইট ওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ । শুক্রবার (৯ জুন) রাতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে জয়ী দলের অভিষিক্ত অ্যালিক আথানাজ দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন।
প্রথম দুই ম্যাচেই সিরিজ খুইয়েছিল আমিরাত। ফলে মান বাঁচানোর শেষ ম্যাচে তারা আগে ব্যাট করতে নেমেছিল। সেই সহজ ম্যাচ আরও পানি হয়ে যায় ওপেনার আথানাজের ব্যাটে। অভিষেক ম্যাচেই তিনি বাজিমাত করেছেন। ২৪ বছর বয়সী এই ব্যাটার মাত্র ২৬ বলেই ফিফটি করেছেন। যার কারণে আমিরাতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য ১৫ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় উইন্ডিজরা। তবে এর ভেতরই তারা ছয়টি উইকেট হারিয়ে বসে।
এর আগে এককভাবে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়ার। ২০২১ সালে পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জন মরিসের। তিনি ১৯৯১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৩৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।
৯টি চার এবং ৩টি ছয়ে আথানাজ ৪৫ বলে ৬৫ রান করেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৯ রান করেন সামারা ব্রুকস। তবে তাদের আউটের পর মিডল-অর্ডারে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে আমিরাত লড়াই জমিয়ে তোলার ইঙ্গিত দেয়। কিন্তু শেষ পর্যন্ত অল্প পুঁজির কারণে আর পেরে ওঠেনি মধ্যপ্রাচ্যের দেশটি। ফলে উইন্ডিজরা ৪ উইকেটের জয় পায়।
এর আগে প্রথমে ব্যাট করে স্বাগতিক আমিরাত ৩৬.১ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায়। ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন ভ্রিটিয়া অরবিন্দ। ক্যাপ্টেন মোহম্মদ ওয়াসিম করেন ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪ রানে ৪ উইকেট নেন কেভিন সিনক্লেয়ার। তিনি ম্যাচ সেরা হন।