কম্বোডিয়া গেল বাংলাদেশ

আসন্ন সাফকে সামনে রেখে ফিফা প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  শনিবার (১০ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানযোগে ঢাকা ছেড়েছে জামাল ভূঁইয়ারা।

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচটি খেলবে  বৃহস্পতিবার (১৫ জুন)।  তবে মূল দলের বিপক্ষে নামার আগে এক প্রস্তুতি ম্যাচে সোমবার (১২ জুন) কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবেন জামাল ভূঁইয়ারা।  সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।