বৃষ্টিতে ৩য় বিভাগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত
এ যেন, জেনে শুনে বিষ পান করা
অনেরই প্রশ্ন ছিল, এই বৃষ্টিতে কেন ক্রিকেট। এটা অনেকটা রবী ঠাকুরের ঐ গান ” আমি জেনে শুনে বিষ পান করেছি পান”- এর মতো। আমরা জানি এখন বর্ষা কাল, বৃষ্টি হবেই, এর মাঝে কেন ক্রিকেট খেলার আয়োজন করা হবে।
শনিবার (১০ জুন) চট্টগ্রামের তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে এসে অধিকাংশ ক্রীড়ামোদীর কাছে এই প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছিলো । অনেকেই আবার নিশ্চুপ হয়ে যান, যখন শোনেন, প্রতিবছর এমনটাই হয় এবং ক্লাব গুলো জেনে শুনেই বৃষ্টির মাঝে খেলতে আসেন, মানে বিষ পান করতে আসেন।
তবে সবচেয়ে বেশি কষ্ট হয়, অংশগ্রহণকারী ভাল ও শিরোপা প্রত্যাশী দলগলোর জন্য। কেননা, বৃষ্টিতে খেলা না হলে পয়েন্ট ভাগাভাগি। এতে “কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ”। জানি না, শনিবার (১০ জুন) তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী দিনে পরিত্যক্ত হওয়া নোয়াপাড়া লায়ন্স ক্লাব ও উদয়ন সংঘের ম্যাচে প্রবাদ বাক্যটি কতোটা সার্থক হতো।
শনিবার (১০ জুন) বৃষ্টির কারণে, খেলার মাঠ এম এ আজিজ স্টেডিয়ামের পরিবর্তে সিজেকেএস জিমনেসিয়ামে এ লীগের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন এ লীগের স্পন্সর প্রতিষ্ঠান বাকলিয়া কনষ্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সোলায়মান। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব্দ্দুীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, কফিল উদ্দিন খান, সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, সাইফুল আলম খাঁন প্রমুখ।