সিজেকেএস আর্চারী লীগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের মত বিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এন.এইচ.টি হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির তৈয়মুর মোরশেদকে চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মো. কামরুল হুদা পাভেলকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর্চারী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মহানগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলক বড়ুয়া, আশরাফুল আলম চৌধুরী, ম্যানেজার সৈয়দ মইনুল আলম সৌরভ।