তুরস্কের রাজধানী আঙ্কারায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আঙ্কারার গভর্নর জানিয়েছেন, ‘একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান তারা। নিহতদের সবাই শ্রমিক।’ সূত্র; আল জাজিরা
আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এমকেই রকেট ও বিস্ফোরক কারখানাটিতে এ ঘটনা ঘটেছে।
আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ শাহিন সাংবাদিকদের বলেছেন, ‘কেমিক্যাল পরীক্ষার কারণে কারখানার ডায়নামাইট ডিপার্টমেন্টে একটি বিস্ফোরণ ঘটেছে। দুর্ভাগ্যবশত পাঁচ শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের জন্য সমবেদনা।’
শ্রমিক নিহতের খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এখনও আরও পাঁচজন কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে জরুরি বিভাগ। এ বিষয়ে তদন্ত শুরু করেছে এরদোয়ান প্রশাসন।