রাউজানে সিসি ক্যামেরা ভেঙে দুর্ধর্ষ চুরি, কোটি টাকার মালামাল লুট

চট্টগ্রামের রাউজানে প্রবাস ফেরত এক ব্যক্তির বসতঘরে চুরির ঘটনায় প্রায় ১ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে সংবদ্ধ চোরের দল। অন্যদিকে একইদিন এক কৃষাণীর চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, শনিবার (১০ জুন) ভোরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় হাসনা বেগম নামের এক কৃষাণীর ৪টি গরু চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষাণীর ছেলে মো. কামরুল বলেন, চুরি যাওয়া তিনটি উন্নতজাতের গাভী ও একটি ষাড়ের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

অপরদিকে, শুক্রবার (৯ জুন) উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহন তালুকদার বাড়ির সামনে নবনির্মিত প্রবাস ফেরত আবদুল কাদেরের বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবদুল কাদের বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের নিয়ে আঁধার মানিকস্থ আমার নানা শ্বশুর বাড়িতে বিয়েতে গিয়েছিলাম। শুক্রবার সন্ধ্যায় বাসায় ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙা। সিসি ক্যামেরা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ৬৫-৭০ ভরি স্বার্ণালংকার, নগদ প্রায় ১০ লাখ টাকা, ১টি ল্যাপটপ, ৩টি ক্যামেরা, ১২-১৩টি হাতঘরি, ব্যাংকের চেক বই, ব্যাংক কার্ড, জায়গার দলিল নিয়ে যায়। ৬৫-৭০ ভরি স্বর্ণের মধ্যে তার মা, স্ত্রী, ভাইয়ের স্ত্রী, মেয়েদের স্বর্ণালংকার ছিল। চুরির আগে সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়, হার্ডডিক্সও নিয়ে যায় চোরের দল।

এতে ক্ষতির পরিমাণ প্রায় প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত আবদুল কাদের। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে উল্লেখ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, হলদিয়ায় প্রবাস ফেরত ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পূর্বগুজরায় কৃষাণীর গরু চুরির ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।