মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ধোয়াশা

ক্যাম্প বন্ধ

কথা ছিল শনিবার (১০ জুন) থেকে শুরু হবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ।  কিন্তু চূড়ান্ত না হওয়ায় আবারো পিছিয়ে গেছে মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।  কয়েকদফা তারিখ দেয়ার পর অবশেষে ১০ জুন শুরু হওয়ার কথা ছিল দেশের নারী ফুটবলের ইতিহাসের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ।  তবে সেই তারিখে হচ্ছে না এবারের লিগ।

তবে কবে নাগাত হবে এবারের আসর?  সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ বলতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  শুক্রবার (৯ জুন) মুঠোফোনে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন তুষার।

তিনি বলেন, ‘আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারছি না।  কে স্পোর্টস (ফ্র্যাঞ্চাইজি লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান) একটা সম্ভাব্য তারিখ দিয়েছিল।  সেটি ১০ জুন।  কিন্তু ওই তারিখে ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানো সম্ভব নয়।  এ বিষয়ে মূলত কে স্পোর্টস জানে।  তারাই বলতে পারবে।  তারা আমাদের তারিখ বললে আমরা সেটা জানিয়ে দিতে পারব। ’

শনিবার (১০ জুন) থেকে শুরু হওয়ার কথা মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ।  ঘোষণা করা হয়নি দলগুলোর নাম ও খেলোয়াড় তালিকা।  উল্টো মেয়েদের আবাসিক ক্যাম্পই বন্ধ করে দেওয়া হয়েছে।  চারদিনের ছুটি কাটাচ্ছেন ফুটবলাররা।

গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  কিন্তু এরপর থেকে আর একটি ম্যাচও খেলেনি মেয়েরা।  ক্যাম্পে দিন যাচ্ছে কেবল অনুশীলন করে।