আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বলে আশা করা হচ্ছে। সীমিত ওভারের ম্যাচে ফিরতে সাকিব প্রস্তুতিও শুরু করেছেন। মঙ্গলবার ( ৬ জুন) দেশে ফিরে বৃহস্পতিবার (৮ জুন) থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ার পর ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান সাকিব। বৃহস্পতিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। এদিন সকাল ৯টায় শুরু হয় দলের অনুশীলন। সাকিব মাঠে আসেন সাড়ে ৯টার দিকে।
শুরুতে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করে ট্রেইনারকে নিয়ে রানিংয়ে সময় পার করেছেন প্রায় ৪৫ মিনিট। সব মিলিয়ে সাকিবকে ওয়ানডে সিরিজে পাওয়ার আশা করছেন, বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সাকিবের আঙুলের এক্সরে দেখার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই প্রধান চিকিৎসক বলেছেন, ‘আমি এক্স রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে। ’
খেলায় ফেরার আগে সাকিবকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষের কথা, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটাই তো মূল চ্যালেঞ্জ। আর ফ্র্যাকচার নিয়ে খুব একটা সমস্যা হবে না। ’
আফগানিস্তানের বিপক্ষে আগামী ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডের সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজের আনুষ্ঠানিকতা।