যশোরের বেনাপোল বন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ককটেল তৈরির সরঞ্জাম। ককটেল বিস্ফোরণে ঘটনায় দোকানমালিককে আটক করেছে পুলিশ। এ সময় চারটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেনাপোল ছোটআচড়া এলাকার হাবিবুর রহমান সর্দারের ব্যবসা প্রতিষ্ঠানের একটি দোকানঘর ভাড়া নিয়ে লিটন নামে স্থানীয় এক যুবক শোলার ব্যাবসা করে আসছিলেন। বৃহস্পতিবার ভোররাতে ঘরের মধ্যে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ধরে যায়। এ সময় পাশের দুইটি দোকানের দেয়ালসহ মালামাল আগুন পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার কর্মীরা ও স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনার পর ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় চারটি ককটেলসহ দোকানমালিক লিটন আটককে আটক করা হয়।
ঘরের মালিক হাবিবুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। তবে কীভাবে বা কেন এই বিস্ফোরন ঘটেছে তা জানতে পারেননি তিনি।
পোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ জব্দ করা হয়েছে। এ সময় দোকানমালিক লিটন হোসেনকে আটক করা হয়। প্রকৃত ঘটনা উদঘাটনে চেষ্টা চালান হচ্ছে বলে জানান ওসি।