টানা দাবদাহের পর রাজধানীতে নেমে এলো স্বস্তির বৃষ্টি। আর এই বৃষ্টিতে জনজীবনে প্রশান্তি নেমে এসেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে এ বৃষ্টি নামে।
গত কয়েক দিনের তীব্র গরম আর লোডশেডিংয়ে নাকাল জনজীবন। এ অবস্থায় বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় ও দোয়া মোনাজাত করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সকালের দিকে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তানসহ বিভিন্ন অংশে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে।
এদিকে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার (৭ জুন) থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। এতে অস্বস্তিকর গরম যেন আরও বেড়ে গিয়েছিল। সারা দিন ও রাতে হাঁসফাঁস গরমে চরম ভোগান্তিতে ছিল রাজধানীর মানুষ।
এমএফ