বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। দুর্দান্ত ছন্দে থাকা তাসকিন ইকোনোমিকাল বোলিংয়ের পাশাপাশি উইকেটও শিকার করছেন। এজন্য বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাবও পাচ্ছেন এ স্পিডস্টার।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। তবে সেখানে যেতে পারেননি তিনি। এবার ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টি লিগ থেকে প্রস্তাব পেয়েছেন। কিন্তু কাউন্টির প্রস্তাবও ফিরিয়ে দিলেন এ ডানহাতি পেসার।
তাসকিনের এমন সিদ্ধান্তের কারণে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। মূলত: ভারত বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে চাইছেন তিনি। এমনকি তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
জানা গেছে, ইংলিশ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের জার্সিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। ওই প্রস্তাব দিয়েছিলেন ইয়র্কশায়ারের কোচ ওটিস গিবসন। একটা সময় বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাই তাসকিনকে ভালোই চেনা তার। এজন্য প্রস্তাবটা দিয়েছিলেন এই ক্যারিবীয়ান।
তবে তাসকিনকে নিয়ে এ বছর কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। ডানহাতি এই পেসার তাই বোর্ডের পরামর্শে না বলেছেন কাউন্টি ক্রিকেটকে। তাকে লম্বা পরিসরের ক্রিকেটেও খেলাতে চাইছে না বিসিবি। চোটে ভোগে বেশ লম্বা সময়ই পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে তাসকিনকে।