বাতিলের শঙ্কায় ভারত-পাকিস্তান ফুটবল ম্যাচ!

ক্রিকেটের মতো এবার ভারত-পাকিস্তানের মাঝে ফুটবলেও বিরাজ করছে উত্তেজনা।  সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের আয়োজক ভারত।  আগামী ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

৮ দলের এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘গ্রুপ এ’তে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান।  গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে খেলবে লেবানন, মালদ্বীপ ও ভুটান।  টুর্নামেন্টের উদ্বোধনী দিনের (২১ জুন) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচ হবে কি না, তা নিয়ে হঠাৎ করেই সংশয় তৈরি হয়েছে।  পাকিস্তান স্পোর্টস বোর্ড এখনো তাদের দেশের ফুটবল দলকে সবুজ সঙ্কেত দেয়নি।  ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপে খেলার দেশের স্পোর্টস বোর্ডের কাছে অনুমতি চেয়েছে দেরি করে।  এ কারণেই জটিলতা।  সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা আশাবাদী সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে পাকিস্তান।

এদিকে পাকিস্তান ফুটবল ফেডারেশন গত ৩০ মে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে।