কাউন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সাব্বিরের

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান।  দেশের জার্সিতে ব্যস্ততা না থাকলেও ঘরোয়া লিগ থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে হার্ডহিটার খ্যাত এ ব্যাটারের দেখা মেলে।  কখনো কখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেন তিনি।  আবার কখনো হতাশ করেন ভক্ত-সমর্থকদের।

ঘরের মাঠে যেমনই হোক, ইংল্যান্ডে গিয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে প্রবাসী বাংলাদেশিদের আনন্দে ভাসিয়েছেন সাব্বির।  এই হার্ডহিটার খেলেছেন ১০১ বলের ২০০ রানের অপরাজিত ইনিংস।

ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনর লিগ।  টুর্নামেন্টটিতে অ্যাভেলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির।  যেখানে সুপার নোভার বিপক্ষে ম্যাচে ১০১ বলে ১৭ বাউন্ডারি ও ১২ ছক্কায় অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেছেন তিনি।  যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার তিনি।

মিডল অর্ডার এই ব্যাটারের অনবদ্য ইনিংসে ভর করে ১৪৩ রানের বড় জয় পায় তার দল অ্যাভেলি।  ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে ৩৪৮ রান করে অ্যাভেলি।  জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে যায় সুপার নোভা।