সহজ জয় ইয়াং স্টার ও পিডিবির

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে ইয়াং স্টার ক্লাব ও পিডিবি আরসি নিজ নিজ খেলায় একেবারে সহজ জয় আদায় করে নিয়েছে।  সোমবার (৫ জুন) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইয়াং স্টার ক্লাব ৭ উইকেটে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবকে এবং মহিলা কমপ্লেক্স মাঠে পিডিবি আর সি ৮ উইকেটে কল্লোল সংঘ গ্রীণকে হারিয়েছে।

মুক্তকণ্ঠ ক্লাব-ইয়াং স্টার: এ খেলায় টসে হেরে আগে ব্যাট করতে বাধ্য হয় মুক্তকণ্ঠ ক্লাব।  এতে তারা ইয়াং স্টার ক্লাবের রাহিদুল ইসলাম শাকিল (৫/৭) এবং মোস্তফা রাফি (৩/৬)-র নিখুঁত বোলিং-এর মুখে মাত্র ৬৬ রানে অল-আউট হয়।  ২৫.১ ওভারে শেষ হওয়া এই ইনিংসের মধ্যে ওপেনার ইয়াছির ফরহাদের ৩ ছক্কায় ১৮ রান ছাড়া বাকিদের রান ছিল টেলিফোন নাম্বার।  অতিরিক্ত খাতে আসে ১৭ রান।

জবাবে ইয়াং স্টার ক্লাব ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।  দলের হয়ে তাসফিদুল আলম ১৬, অভিজিত ঘোষ ১২ এবং আরমান চৌধুরী ১১ রানে অপরাজিত ছিলেন।  অতিরিক্ত খাতে ম্যাচ সেরা ২২ রান যোগ হয়।  মুক্তকণ্ঠ ক্লাবের সাজ্জাদ হোসেন ২ উইকেট নেন।

কল্লোল গ্রীণ- পিডিবি: এ খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা কল্লোল সংঘ গ্রীণ ৩৬ ওভারে ৯৫ রানে সবকটি উইকেট হারায়।  দলের হয়ে মহিউদ্দিন ২৭ এবং নিখিলের ১৩ রান ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেনি।  অতিরিক্ত খাতে আসে ২১ রান।  পিডিবি আর সি’র সফল বোলার রাজন মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।  এছাড়া ওমর শরীফ ২ উইকেট নেন।

জবাবে পিডিবি আর সি ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের নোঙ্গরে (৯৬) ভিড় করে।  দলের হয়ে অপরাজিত হাফ সেঞ্চুরি (৫২)- তে দারুণ ভূমিকা রাখেন আহমেদুল হাসান।  এছাড়া দিদারুল ইসলাম অপরাজিত ১৩ এবং দেলোয়াড় হোসেন ১১ করেন।  অতিরিক্ত খাতে আসে ২০ রান।  কল্লোল সংঘ গ্রীণের হারুনুর রশিদ ও আরমান উদ্দিন ১টি করে উইকেট নেন।