আন্তঃজেলা ভলিবলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম
আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতার চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক পর্বের খেলায় চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ম্যাক গ্রুপ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সোমবার (৫ জুন) জেলা ক্রীড়া সংস্থা’র প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম জেলা ৩-১ সেটি কুমিল্লা জেলাকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।
এর ফলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম এবং রানার্স আপ কুমিল্লা জেলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ লাভ করে। এর আগে সকালে অনুষ্ঠিত ২টি খেলায় চট্টগ্রাম জেলা ১ম সেমিফাইনালে নোয়াখালী জেলাকে এবং কুমিল্লা জেলা ২য় সেমি ফাইনালে বান্দরবান জেলাকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে।
খেলা শেষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, সিজেকেএস ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য তারিকুল আনোয়ার খান এবং স্পন্সর ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মুন্না।