নিজেদের জনগণের খাদেম ভাবুন

সরকারি কর্মচারীদের প্রতি প্রধানমন্ত্রী

সরকারি কর্মচারীদের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম ভাবতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে।  জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

বুধবার (২ নভেম্বর) বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

বাংলাদেশের মানুষের ভাগ্যবদলে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, যারা এই নবীন অফিসার, তাদের ওপর অনেক কিছু নির্ভর করে।  একজন অফিসার একটা এলাকায় যখন কাজ করে, ওই এলাকার সার্বিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখার একটা সুযোগ তার আছে।  অনেকে এসে বলবে, এটা-ওটা চাই, এখানে এটা করতে হবে, ওটা করতে হবে।  ওভাবে হবে না।  সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে।  তাহলে আমরা সঠিকভাবে উন্নতি করতে পারব।  আমি মনে করি, আমাদের নবীন অফিসাররা সেভাবে ব্যবস্থা নেবেন।’

তিনি জানান, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমাদের নীতিমালা হচ্ছে, যে পরিকল্পনা বাস্তবায়ন করলে দ্রুত ফল আসবে, মানুষের কল্যাণে লাগবে- সেটিই নেওয়া হবে।  একটা বিরাট অঙ্কের টাকা পেলাম আর একটা পরিকল্পনা নিলাম, সেটা হবে না।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র সচিব কে এম আলী আজম।