আন্তঃজেলা পুরুষ ভলিবলে ৬টি খেলার নিষ্পত্তি

সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ম্যাক গ্রুপ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় তিনদিন ব্যাপী আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক পর্বেও খেলা রোববার (৪ জুন) থেকে শুরু হয়েছে।  এতে প্রথম দিনেই ৬টি খেলার নিষ্পত্তি হয়।

খেলায় কুমিল্লা জেলা সরাসরি ২-০ সেটে সুনামগঞ্জ জেলা, বান্দরবান জেলা ২-০ সেটে রাঙ্গামাটি জেলা, নোয়াখালী জেলা ২-১ সেটে সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলা ২-০ সেটে নোয়াখালী জেলা রাঙ্গামাটি জেলা ২-০ সেটে হবিগঞ্জ জেলা এবং বান্দরবান জেলা ২-০ সেটে হবিগঞ্জ জেলাকে হারিয়েছে।

রোববার সকালে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  সিজেকেএস নির্বাহী সদস্য এবং ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ এ্যাড. ফজলে রাব্বি বাবুল, স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মুন্না এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য তারিকুল আনোয়ার খান।

সোমবার (৫ জুন) দুটি সেমিফাইনাল খেলা সকাল ৮টা ৩০ মিনিটে এবং ও ৯টা ৩০ মিনিটে  অনুষ্ঠিত হবে।  ১ম সেমি ফাইনালে চট্টগ্রাম জেলা ও নোয়াখালী জেলা এবং ২য় সেমি ফাইনালে বান্দরবান জেলা ও কুমিল্লা জেলা মুখোমুখি হবে।  বিকাল ৪ টায় ফাইনাল খেলার পর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।