সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে রবিবার (৪জুন) অনুষ্ঠিত ২টি খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব সহজেই ১৪৫ রানে এলিট পেইন্ট আরসিকে এবং আবেদিন ক্লাব ৪ উইকেটে বক্সিরহাট ইয়াং মেন্স ক্লাবকে হারিয়েছে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব টসে হেরে আগে ব্যাট করতে নামে এবং ৪৮.৪ ওভারে ২৮৮ রানে অল-আউট হয়। জবাবে এলিট পেইন্ট আরসি ৪৫.৪ ওভারে ১৪৩ রানে সবকটি উইকেট হারায়।
এ খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাবের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন কায়সার। নাজিম ৩৩, রোকন ২৩, ২২ রান করেন। এলিট পেইন্টের বোলারদের মধ্যে হারুন ৩টি এবং তামিম, জনি ও তাহজিব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এলিট পেইন্টের হয়ে কোন ব্যাটারই সুবিধে করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন মাহিন বিল্লাহ। এছাড়া মাহামুদুল ২৯, তাহজিব ১৭, বাবু ১৪ ও হারুন ১০ রান করেন। বার্র্ডস ক্লাবের সফল বোলার ইমরান আল সজীব ৪ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া জাহেদুল হাসান ২ উইকেট নেন।
মহিলা কমপ্লেক্সের মাঠের খেলায় বক্সিরহাট ইয়াং মেন্স ক্লাব টসে হেরে আগে ব্যাট করতে বাধ্য হয় এবং ৪০.৪ ওভারে ১৬০ রানে সবকটি উইকেট হারায়। জবাবে আবেদিন ক্লাব ৪০.৪ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বক্সিরহাট ইয়াং মেন্স ক্লাব খেলার এক পর্যায়ে ৯২ রানে ৭ উইকেট হারিয়ে ধুকছিলো। সেখান থেকে মেহেদি হাসান তপু (অপ: ৩৮ রান) এবং আকরাম হোসেন (২৪ রান) ৮ম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করে কোনরকমে দলকে একটা পুজি এনে দেন। অন্যান্যের মধ্যে জাকির হোসেন ২১ রাকিব হোসেন ১৯ ও আরাফাত ১৫ রান করেন। অতিরিক্ত খাতে আসে ২৫ রান। আবেদিন ক্লাবের হয়ে দুর্জয় দে ৩টি এবং আজাদ ও নাবিল ২টি করে উইকেট নেন। আবেদিন ক্লাবের ইনিংসে হাফ সেঞ্চুরি করেন মিহন হান্নান। তিনি ৫৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আবির অপরাজিত ২২, জয় ১৯ ও অনি ১৮ ও আজাদ ১৪ রান করেন। অতিরিক্ত হিসেবে আসে ২৩ রান। বক্সিরহাট ইয়াং মেন্স ক্লাবের হয়ে সানি ৩ উইকেট নেন।