সাবিব ফাইনাল সেরা, চিটাগাং মাস্টার্স চ্যাম্পিয়ন

ইস্পাহানি টি-২০ ক্রিকেট

চট্টগ্রাম ক্রিকেট আমপায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত এবং ইস্পাহানি গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় চিটাগাং ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চিটাগাং মাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছে।  শনিবার (৩ জুন) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭ উইকেটে আগ্রাবাদ মাস্টার্সকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।

খেলায় টসে হেরে আগ্রাবাদ মাস্টার্স ১৯.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়।  জবাবে চিটাগাং মাস্টার্স ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।  জয়ী দলের সাবিব অপরাজিত ৪৭ রান করে ফাইনালের সেরা হন।

আগ্রাবাদ মাস্টার্সের ইনিংসে ফারুক টিটু ৩ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান এবং আব্দুল্লাহ আল মামুন ৪ চার ও ১ছক্কায় ৩২ রান করেন।   এ দুজন উদ্বোধনী জুটিতে ৮৭ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন।  তখন মনে হয়েছিল অনেকদুর হয়তো এগিয়ে যাবে তাদের ইনিংস।  কিন্তু ৮৭ রানে আব্দুল্লাহ আল মামুন এবং ৯০ রানে ফারুক টিটু আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস।  ৩৯ রানে শেষ ৮ উইকেট হারায় আগ্রাবাদের দলটি। চিটাগাং মাস্টার্সের দুই বোলার মাহতাব উদ্দিন ১১ ও আজিম উদ্দিন ২৬ রানে ৩টি করে উইকেট নেন।  এছাড়া কায়সার পারভেজ চৌধুরী ১ উইকেট পান।

চিটাগাং মাস্টার্সের ইনিংসে ৬ চারে অপরাজিত ৪৭ রান করে দলের জয়ে অনবদ্য ভূমিকা রাখেন সাবিবুল আজম।  তিনি ম্যাচ সেরার পুরস্কার পান।  এছাড়া একরামুল হক ৩১ ও আশফাক অপু ১৭ রান করেন।  আগ্রাবাদ মাস্টার্সের মশিউর রহমান ২টি ও  আদনান তালুকদার ১টি উইকেট নেন।

খেলা শেষে প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পুরস্কার বিতরণ করেন।  এ সময় অন্যদের মধ্যে  ইস্পাহানি গ্রুপের চিফ অপারেটিং অফিসার মাহাবুবুল আলম, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ও এহসানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য জিএম হাসান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও প্রদীপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।