রোববার থেকে সাফ দলের আবাসিক ক্যাম্প শুরু

৫ জন বাদ পড়লেন

বেঙ্গালুরুতে চলতি মাসে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গত ১৩ মে ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে।  শনিবার (৩ জুন) তা আরও ছোট করা হয়েছে।   ৫ জনকে বাদ দিয়ে ৩০ জনের দল নিয়ে শুরু হবে নতুন ক্যাম্প।

সাদউদ্দিন ও মতিন মিয়ার চোটের কারণে কদিন আগে ডাক পাওয়া শেখ মোরছালিন ও সাজ্জাদ হোসেন টিকে গেছেন।  আগের দল থেকে বাদ পড়েছেন দুই ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ও মুরাদ হোসেন, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ ও মেহেদী হাসান রয়েল।

রবিবার (৪ জুন) থেকে রাজধানীতে শুরু হবে জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প।  সন্ধ্যা ৬টার মধ্যে ম্যানেজার আমের খানের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে।  ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা।  এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।  এর আগে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেঙ্গালুরু যাবে দল।

বাংলাদেশের স্কোয়াড- আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, টুটুল হোসেন বাদশা,সোহেল রানা,মাশুক মিয়া জনি,রাকিব হোসেন,সুমন রেজা,শেখ মোরছালিন, শহিদুল আলম,ফয়সাল আহমেদ ফাহিম,  রহমত মিয়া, মো. সোহেল রানা,এলিটা কিংসলে, আলমগীর মোল্লা, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন,সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান মিঠু,রবিউল হাসান,ইশা ফয়সাল, মেহেদী হাসান শ্রাবণ, আমিনুর রহমান সজীব, মজিবুর রহমান জনি,মিতুল মারমা, রফিকুল ইসলাম।