দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে হারল মোহামেডান

ফেডারেশন কাপ জিতে ৯ বছর পর শিরোপা খরা কাটিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।  অন্যদিকে প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছে বসুন্ধরা কিংস।  তাই কিংস অ্যারেনায় শুক্রবার (২ জুন) লড়াইটা ছিল দুই চ্যাম্পিয়নের।  ফ্লাডলাইটের আলোয় দুর্দান্ত সেই লড়াইয়ে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে কিংস।

কিংসের মাঠে শুরুতেই চমকে দেয় সাদা-কালোরা।  ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায়।  রজার দুয়ার্তের লম্বা পাস থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন সানডে ইমানুয়েল।  তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি কিংসও।  মোরসালিনের পাস থেকে করা মিগেল ফেরেইরার গোলে সমতা আনে তারা।

৪০ মিনিটে কিংসের জয়সূচক গোলটির জোগানদাতাও মোরসালিন।  তার বাড়িয়ে দেওয়া বলে বক্সের ভেতর একজন ডিফেন্ডারকে কাটিয়ে কিংসকে এগিয়ে দেন রাকিব হোসেন।  প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও খেলা হয় বেশ দারুণ।  তবে গোল পায়নি কোনো দল।  ৮৬ মিনিটে মুজাফফর লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান।  সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা।  তাই জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।

এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে আবাহনী।  একটি করে গোলের দেখা পেয়েছেন এলিটা কিংসলে, এমেকা ওগবাহ ও  দানিয়েল কলিনদ্রেস।  কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোল করে আবাহনী চালকের আসনে বসে।  ২৩ মিনিটে কলিনদ্রেসের ক্রসে কিংসলের হেড জড়িয়ে যায় জালে।  ডিফেন্ডার রায়হান হাসান সঙ্গে থেকেও পারেননি বিপদমুক্ত করতে।  এটা নিয়ে লিগে কিংসলের গোলসংখ্যা ৮।

১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।  ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। দিনের আরেক ম্যাচে আজমপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।  এক ম্যাচ কম খেলে শেখ জামাল চতুর্থ হারে আগের ২১ পয়েন্টে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।  শেখ রাসেল ১৭ ম্যাচে মোহামেডানের সমান ২৩ পয়েন্ট নিয়েও গোলব্যবধানে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে ও এফসি উত্তরা ৫ পয়েন্ট নিয়ে অবনমিত হয়ে গেছে।