ফাইনালে আগ্রাবাদ-চিটাগাং মাস্টার্স

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনালে উঠেছে আগ্রাবাদ ও চিটাগাং মাস্টার্স।  শনিবার (৩ জুন) তারা শিরোপা’র জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।  চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নগরের এম এ আজিজ স্টেডিয়ামে এই খেলাটি শুরু হবে দুপুর সাড়ে বারটায়।

এর আগে শুক্রবার (২ জুন) সকালে  প্রথম সেমিফাইনালে আগ্রাবাদ মাস্টার্স ১০ উইকেটে হাক্কানী ক্রিকেট ক্লাবকে হারায়।  প্রথমে ব্যাট করে হাক্কানী ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে  করে ১৫৪ রান।  আগ্রাবাদ মাস্টার্স ফারুক টিটু’র ঝড়ো ইনিংসের সুবাদে ১৫.৩ ওভারে ১০ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে ভিড়েছে।

ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র কর্মকর্তা ফারুক টিটু সতীর্থ আল মামুনকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের হতাশ করে রীতিমত রানের বন্যা বইয়ে দেন।  ফারুক টিটু ৬১ বলে হার না মানা ১০৭ রানের ইনিংস ১১ ছক্কা ও ৬ চারে সাজান।  আর মামুন ৩৪ বলে ২ ছক্কা ও ৩ চারে ৩৫ রান করে অপরাজিত ছিলেন।

এদিকে হাক্কানী ক্লাবের সামিউল ৩৭, আরাফাত ৩০ ও নওশাদ ২৬ রান করেন।  আগ্রাবাদ মাস্টার্সের সফল বোলার সুমন সাহা ৮ রানে ৩টি ও রুবেল দেব ২টি করে উইকেট শিকার করেন।  আদনান ও আরিফ নেন ১ টি করে উইকেট।  ম্যাচসেরা ফারুক টিটুর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী।

বিকেলে অপর সেমিফাইনালে চিটাগাং মাস্টার্স ৫ উইকেটে লিজেন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।  প্রথমে ব্যাট করে লিজেন্ড ক্রিকেট ক্লাব ২০ ওভারে  ৯ উইকেটে করে ১৩৩ রান।  সর্বোচ্চ ৪১ রান আসে জাহেদুলের ব্যাট থেকে।  অন্যদের মধ্যে মাহফুজুল ৩৮ রান যোগ করেন। চিটাগাং মাস্টার্সের স্পিনার আজিমউদ্দিন ও ডালিম চৌধুরী ৩টি করে এবং সুমন ও নাঈম ১টি করে উইকেট নেন।  ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে আগ্রাবাদ মাস্টার্স ফাইনালের টিকেট নিশ্চিত করে।  দলের পক্ষে ইকরামুল ৪৩, আশফাক শাহরিয়ার ৩৫ রান করেন। লিজেন্ড ক্লাবের প্রণব ৩টি, বেলাল ও নাজমুল খান ১টি করে উইকেট নেন।

ম্যাচসেরা আজিমউদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতি ক্রিকেটার ও সিজেকেএস নির্বাহী সদস্য জি এম হাসান।