বিদায় আর্জেন্টিনা ইংল্যান্ড
কোয়ার্টারে ব্রাজিল ইতালি কলম্বিয়া নাইজেরিয়া
চলতি অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা পরাজয় দিয়ে হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচ জিতে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করে। শেষ ষোলোর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। তবে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিয়েছে বিদায়।
তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে আর্জেন্টিনার যাত্রা শেষ আটের আগেই থেমে গেছে। শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের নিশ্চিত করে ইতালি। আরেক ম্যাচে স্লোভাকিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে পা রেখেছে কলম্বিয়াও।
বুধবার (৩১ মে) রাতে শেষ ষোলোর ম্যাচের ১১ মিনিটে তিউনিসিয়ার বিপক্ষে লিড পায় ব্রাজিল। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন মার্কোস লিওনার্দো। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সান্তোস। এরপর ৪৫ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট। দশজনের দলে পরিণত হয় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিন গোলের দেখা মেলে। প্রথম মিনিটে নিশানাভেদ করেন ম্যাথিউস মার্টিন্স। ১০ মিনিটের মাথায় আন্দ্রে সান্তোস ডান পায়ে বল জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। এরপর ১৩ মিনিটে তিউনিসিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মাহমুদ ঘোরবেল।
আরেক ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ করেছিল আর্জেন্টিনা। সুপার ঈগলদের ৬১ মিনিটে লিড পাইয়ে দেন ইব্রাহিম মুহাম্মদ (১-০)। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রিলওয়ানু সারকি (২-০)।
শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইতালি। স্লোভাকিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে পা রেখেছে কলম্বিয়া। শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে প্রথম কোয়ার্টার ফাইনালে ইসরায়েলের মুখোমুখি হবে ব্রাজিল। একইদিন রাত ৩টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ ইতালি।