মোহামেডান ও রুপালী ব্যাংকের সহজ জয়

মহিলা ক্রিকেটে জাসিয়া’র সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মহিলা ক্রিকেট দল ও রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ দল নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১ জুন ) বিকেএসপি’র ১ নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ১৭০ রানের বিশাল ব্যবধানে সিটি ক্লাবকে হারিয়েছে।  এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল মোহামেডানের ভারতীয় ক্রিকেটার জাসিয়া আক্তারের অন্যবদ্য সেঞ্চুরি।

তিনি ১০৪ বলে ১৫টি চার ও ৮টি বিশাল ছক্কার মাধ্যমে ১৪২ রান করেন।  জবাবে সিটি ক্লাব ৪০.৫ ওভারে ১২১ রানে অল-আউট হয়।

বিকেএসপি’র ৩নং মাঠে অনুষ্ঠিত খেলায় রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ১০ উইকেটের শোচনীয় ব্যবধানে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে হারিয়েছে।  প্রথমে ব্যাট করে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রান করে।  জবাবে মাত্র ৮.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।