বাংলাদেশ জাতীয় ক্রীড়া লেখক সমিতি কর্তৃক ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সাউথ এশিয়ান গেমস্, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সিনিয়র- জুনিয়রসহ ব্যাডমিন্টনের সকল ইভেন্টে বাংলাদেশের দেশ সেরা উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ব্যাডমিন্টন খেলোয়াড় এস এস এম সিফাত উল্লাহ গালিব।
তার এই অর্জনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীনসহ সিজেকেএস নির্বাহী কমিটি, ব্যাডমিন্টন কমিটি, কাউন্সিলরবৃন্দ ও কর্মচারী কল্যাণ সমিতি আন্তরিক অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।