পটিয়ায় নিশান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের উদ্যোগে নিশান কাপ ফুটবল টুর্নামেন্ট সম্প্রতি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
যুব নিশান ক্লাবের সভাপতি ও সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো. আবদুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হারুনুর রশিদ।
ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কামরুল হাছান, এড. শহিদুল ইসলাম সুমন, রাশেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ালী লীগের সহ সভাপতি আবদুল খালেক, খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস.এম ইনজামুল হক জসিম, উপজেলা আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, ক্রীড়া সংগঠক ডাঃ সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান, কৃতি ফুটবলার গোলাম মো: চৌধুরী, ক্লাব কর্মকর্তা মাহাবুল আলম, মফিজুর রহমান, মো. ইছহাক ও অঞ্জন রুদ্র,প্রমুখ।