প্রেসিডেন্সি ইন্টা. স্কুলে টিটির পুরস্কার বিতরণ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ও মিডল ক্যাম্পাসে সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাবের সভাপতিত্বে ও মিডল স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হোসাইন আকতারের সঞ্চালনায় ‘মাসব্যাপী আন্তঃহাউস টেবিল টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাসব্যাপী এ প্রতিযোগিতায় ‘হক হাউজ’ চ্যাম্পিয়ন এবং ‘ঈগল হাউজ’ রানার্স আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন মুহাম্মদ আলমগীর।
অন্যদের মধ্যে মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, ইসিএ কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন রিগান, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, গিয়াস উদ্দীন, বাবলি আসাম ও অন্বেষা চাকমা উপস্থিত ছিলেন ।