টানা ৪ বার ফরাসি লিগ সেরা এমবাপে

সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন কিলিয়ান এমবাপে।  ফাইনালে হ্যাটট্রিকসহ আসরের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গোল্ডেন বুট  জিতেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।  সেই ফর্ম টেনে এনেছেন লিগ ওয়ানেও।  ফরাসি লিগে টানা চতুর্থবারের মতো সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপে।

লিগ ওয়ানের চলতি মৌসুমে এখনও পর্যন্ত ২৮টি গোল করেছেন এমবাপে।  তাতে পঞ্চমবারের মতো এই লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার পাওয়ার পথে রয়েছেন তিনি।  যদিও ম্যাচ বাকি রয়েছে আরও একটি।  সেরা গোলদাতা হওয়ার দৌড়ে তার পেছনেই রয়েছেন লিঁওর ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজাতে।  তার গোলসংখ্যা ২৭টি।