‘না’-তেই স্থির থেকে ছোটনের পদত্যাগ পত্র

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর কাজ করতে চান না নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন।  শুক্রবার (২৬ মে) গণমাধ্যমে এই ঘোষণা দেয়ার পর  সোমবার (২৯ মে) বাফুফেকে আনুষ্ঠানিক পদত্যাগ পত্র চিঠি দেয়ার কথা ছিল।  কিন্তু তার একদিন আগে রবিবার (২৮ মে) রাতেই বাফুফেতে পদত্যাগপত্র প্রেরণ করেছেন সাবিনাদের কোচ।

২৮ মে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কৃত হওয়ার পর বাসায় ফিরে ইমেইলে পদত্যাগপত্র প্রেরণ করেন ছোটন।  জানা গেছে, পদত্যাগপত্রে কাজ না করার কারণ হিসেবে শারীরিক ও মানসিক ক্লান্তির পাশাপাশি পারিবারিক কারণ উল্লেখ করেছেন তিনি।

বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ছোটন।  গত তিন মাসের মধ্যে বাফুফেতে এ নিয়ে চারটি পদত্যাগের ঘটনা ঘটলো।  আরিফ হোসেন মুন নির্বাহী সদস্য থেকে পদত্যাগ করেন।  এরপর তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী।

এবার নারী দলের প্রধান কোচ পদত্যাগ করলেন।  ছোটনের আগে বিগত তিন পদত্যাগের মধ্যে আতাউর রহমান ভুইয়া মানিক ইমেইলে চিঠি দিয়েছিলেন।  বাকি দুই জন ফেডারেশনে চিঠি পাঠিয়েছিলেন।  শুক্রবার (২৬ মে) ছোটন বাফুফেতে কাজ করতে চান না এমন ঘোষণা দেন।  এর প্রেক্ষিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন আনুষ্ঠানিকভাবে ছোটন কিছু জানাননি।  ছোটন আনুষ্ঠানিকভাবে জানানোর পর এখন বাফুফে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।