চট্টগ্রাম থেকেই শুরু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীভিত্তিক সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচারণা।
বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। অ্যাডভোকেট রানা দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।
ছবির পরিচালক প্রদীপ ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে প্রীতিলতার স্মৃতিবিজড়িত ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হবে ছবিটির প্রচারণা কার্যক্রম।
‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে। ২০১৯-২০ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পায়। এখানে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন চরিত্রে আরও আছেন মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
বীরকন্যা প্রীতিলতা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা শেষে আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে আত্মাহুতি দিয়েছিলেন।