হার এড়ালেই হলো, চ্যাম্পিয়ন। পিএসজির টানা দ্বিতীয় শিরোপা জয়ে এটাই ছিল সহজ সমীকরণ। তবে জেতার জন্যই খেলেছিল তারা। লিওনেল মেসির গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু ড্র করতে হলো পরে গোল খেয়ে। ১-১ গোলে স্ট্রাসবুর্গের সাথে ড্র করেও এক ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের ট্রফি নিশ্চিত করলো প্যারিসের ক্লাব।
এনিয়ে ১১তম লিগ ওয়ান জিতলো পিএসজি। সবচেয়ে বেশি শিরোপা জয়ের কৃতিত্ব এখন এককভাবে তাদের। সেন্ত এতিয়েন্নেকে (১০) পেছনে ফেলে ফ্রান্সের সবচেয়ে সফল ফুটবল ক্লাব তারা।
এ খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দুই দলই হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করে। বিরতির পর ফিরে এসে গোলের জন্য মরিয়া ছিল পিএসজি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গুরুত্বপূর্ণ পাসে বাঁ পায়ের শটে উঁচু দিয়ে জাল কাঁপান মেসি (১-০)।
বদলি হয়ে মাঠে নামার দুই মিনিট পরই সাবেক ক্লাবের জালে বল জড়ান কেভিন গামেইরো। ৭৯তম মিনিটে বক্সের মধ্যে প্রথমে তিনি পাস দেন স্যানসনকে, যার প্রথম প্রচেষ্টা দোনারুমা ফিরিয়ে দিলে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন কেভিন গামেইরো (১-১)। আর কোনও গোল হয়নি। তবে ওই এক পয়েন্টই পিএসজির জয়ের জন্য যথেষ্ট ছিল। ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট তাদের। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্স (৮১) চার পয়েন্ট পেছনে।
এনিয়ে মেসি জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারে ৪৩তম ট্রফি জিতলেন। সবচেয়ে সমৃদ্ধ ফুটবলার হিসেবে পাশে বসলেন সাবেক বার্সা সতীর্থ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের পাশে।