রিয়ালের জয়ে রদ্রিগোর জোড়া গোল

লা লিগার শিরোপা হাতছাড়া হলেও ভেঙে পড়েনি রিয়াল মাদ্রিদ।  জয়ের মধ্যেই রয়েছে দলটি।  সেভিয়ার মাঠে ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলে জয় নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল। এদিন লাল কার্ড দেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মার্কোস আকুনা।

শনিবার (২৭ মে) রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও সেভিয়া।  ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।  তবে দুই অর্ধে দুটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন রদ্রিগো।

ইনজুরিতে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না রিয়ালের একাদশে।  তাদের অনুপস্থিতিতে ফের ঝলক দেখান রদ্রিগো।  তবে শুরুটা ছিল অন্যরকম।  ম্যাচের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় সেভিয়া।  রাফা মির বক্সের সেন্টার থেকে বাঁ পায়ের শটে গোল করেন (১-০)।

২৯ মিনিটে সমতা আনে মাদ্রিদ।  ফ্রি কিক থেকে ডানপায়ের শটে জাল কাঁপান রদ্রিগো (১-১)।

বিরতির পর ৬৯ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে বক্সের মধ্যে থেকে রদ্রিগো ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন (২-১)।  ৮৩ মিনিটে মার্কোস আকুনা সরাসরি লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলে সেভিয়া।  তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।  চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা হারানো রিয়াল ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।  তাদের শেষ ম্যাচ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।