ফিজির জালে ৯ গোল ইকুয়েডরের

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিজিকে নিয়ে স্রেফ ছেলেখেলা খেলেছে ইকুয়েডর।  গুনে গুনে ৯ বার জালে বল জড়িয়েছে।  বিপরীতে একটি গোলও হজম করেনি তারা।  এর ফলে বি গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইকুয়েডর।

এই গ্রুপে ৩ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে যুক্তরাষ্ট্র।  ফিজি তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে ইকুয়েডরের এটা তৃতীয় বৃহত্তম জয়ের ঘটনা।  সবচেয়ে বড় জয়ের ঘটনা নরওয়ের।  ২০১৯ সালে তারা ১২-০ গোলে হারিয়েছিলো হন্ডুরাসকে।  এর আগে ১৯৯৭ সালে বেলজিয়ামকে ১০-০ গোলে হারিয়েছিলো ব্রাজিল।