সাদ উদ্দিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য ফুটবলার। সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করিয়েছেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার। ফলে তার পক্ষে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সহকারী কোচ হাসান আল মামুন সাদের ইনজুরিকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন, ‘সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। আমরা যে মডেলের ফুটবল খেলি সে এতে অত্যন্ত কার্যকরী। তার ইনজুরির যে অবস্থা জানলাম এতে আমরা তাকে মিস করতে যাচ্ছি মনে হচ্ছে।’
সাদ উদ্দিন নির্ভরযোগ্য ফুটবলার হলেও গত কয়েকটি টুর্নামেন্টে বাংলাদেশ তার ভুলের খেসারত দিয়েছে। বিশেষ করে ২০২১ সালে মালে সাফে সাদের এক ফাউলে পেনাল্টি পায় নেপাল। সেই পেনাল্টি থেকে গোল হজম করে বাংলাদেশের ফাইনাল যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের জন্য সাদের বিকল্প নিয়ে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়েরের সঙ্গে আলাপ করার কথা জানিয়েছেন মামুন।