চট্টগ্রামের রাউজানের আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা শুক্রবার (২৬ মে) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। এতে দিনের প্রথম খেলায় দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি ২-১ গোলে পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদকে হারিয়েছে।
খেলা শেষে সেরা খেলোয়াড় বিজিত দলের সনজয় বড়ুয়া’র হাতে পুরস্কার তুলে দেন আবুরখীলের বিশিষ্ট ব্যবসায়ী ও ম্যাচের উদ্বোধক দেবাশীষ বড়ুয়া। একই মাঠে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ ২-১ গোলে বড়িয়াখালী তরুণ সংঘকে পরাজিত করেছে। খেলা শেষে সেরা খেলোয়াড় জয়ী দলের অনীক বড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন আবুরখীলের সাবেক কৃতি ফুটবলার দীনেশ বড়ুয়া।
আগামী ২ জুন টুর্নামেন্টের পরের ২টি খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরুর আগে প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।