রাঙ্গুনিয়ায় বলীখেলায় চ্যাম্পিয়ন নাছের বলী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ায় রাজারহাট খেলার মাঠে শুক্রবার (২৬ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলীখেলা।  উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাটে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের সহযোগিতায় আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পদুয়া জয়নগরের নাছের বলী।

তিনি একই ইউনিয়নের খুরুশিয়া এলাকার আবুল হোসেন বলীকে হারিয়েছে ৷   এছাড়া দ্বিতীয় হয়েছে শিলক ইউনিয়নের হৃদয় বলী।  খেলায় অর্ধ শতাধিক বলী অংশগ্রহণ করেন।  যেখানে বলী খেলা দেখতে হাজারো মানুষের ঢল নামে।

শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন  ইউপি চেয়ারম্যান আবু জাফর তালুকদার, প্যানেল চেয়ারম্যান জাহেদ হাছান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সহ সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক সাবের আহমেদ, সদস্য মো. সেলিম, ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন,  সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা প্রমুখ।