সিজেকেএস সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা শনিবার

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস-জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা শনিবার (২৭ মে) দিনব্যাপী সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হবে।  সকাল ১০টায় উদ্বোধনী এবং বিকেল ৫টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র  আ.জ.ম নাছির উদ্দীন।

এ উপলক্ষে  সিজেকেএস সুইমিংপুল প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানা যায়, প্রতিযোগিতায় সিজেকেএস অনুমোদিত ২৭টি দলের (এক দলে কমপক্ষে ২,ঊর্ধ্বে ৪ জন করে) ১২০ জন সাঁতারু ১৫টি ইভেন্টের ১৫টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১৫টি তাম্র পদকের জন্য লড়াই করবে।

চট্টগ্রামের বাইরের কোন সাঁতারু এতে অংশ নিতে পারবে না।  ১ জন সাঁতারু সর্বোচ্চ ৫টি ইভেন্টে অংশ নিতে পারবেন।  একটি ইভেন্টে একটি দলের সর্বোচ্চ ১ জন সাঁতারু অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার ইভেন্ট গুলো হচ্ছে, ক: ফ্রি স্টাইল: ৫০ মিটার, ১০০ মি., ২০০ মি. উন্মুক্ত। খ: বাটারফ্লাই: ৫০ মি., ১০০ মি. উন্মুক্ত।  গ: ব্যাক স্ট্রোক ৫০ মি., ১০০ মি., ২০০ মি. উন্মুক্ত।  ঘ: ব্রেস্ট স্ট্রোক: ৫০ মি., ১০০ মি., ২০০ মিটার উম্মুক্ত।  এতে সাঁতারু তৈরি করার মানসে ১৫টি ইভেন্টে-ই অনূর্ধ্ব-১৬ বছরের বালকদের জন্য ১টি করে প্রতিযোগিতা রাখা হয়েছে।