মাত্র ৩৫ মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর নিচু কয়েকটি এলাকা। বুধবার (২৪ মে) সকাল থেকে অবিরত হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৃষ্টি হয় নগরে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকে। সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সকাল থেকে হওয়া বৃষ্টিতে বহদ্দারহাট, ষোলশহর, ২ নম্বর গেট, মুরাদপুর, বাকলিয়া, ছোটপুল, বড়পোল, আগ্রাবাদ বেপারি পাড়া, মহুরিপাড়া, সিডিএ আবাসিক, আতুরার ডিপো, চকবাজারসহ বিভিন্ন এলাকার কোথাও গোড়ালি সমান আবার কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে সড়কে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। কিন্তু প্রকল্পগুলোর কাজের অগ্রগতি কম। যে কারণে কয়েক বছর ধরে কাজ চললেও জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী।