চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় নগর যুবদলের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২১ মে) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসার আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি আব্দুর রশীদ ।
যুবদলের ছয় নেতা-কর্মীরা হলেন—বশিরুল ইসলাম ওরফে পলাশ (৩৭), নুরুল হুদা বাবু (৩২), সোহেল ওরফে বাঘা (৩০), মো. সবুর (৩০), মো. ইমাম (২৮) ও মো. তামিম (২৮)।
মামলার নথি থেকে জানা যায়, গত ২ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে নগরের বন্দর থানা এলাকায় মিছিল করেন বিএনপি ও যুবদল। এসময় তারা যান চলাচলে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটায়।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক উস্যাং মং মারমা ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।