ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন

একাডেমি ল্যাবরেটরি ও নাসিরাবাদের জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’২৩ রবিবার (২১ মে) থেকে শুরু হয়েছে।  এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক এ. কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম, সিনিয়র কোচ তপন দত্ত, জেলা ক্রিকেট কোচ মাহবুবুল করিম মিঠুসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলায় এম এ আজিজ স্টেডিয়ামে একাডেমি ল্যাবরেটরি স্কুল  ৪ উইকেটে বাগমনিরাম আব্দুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে এবং বন্দর স্টেডিয়ামের খেলায় নাসিরাবাদ গভ: হাই স্কুল  ২৩ রানে কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুলকে পরাজিত করেছে।  সংক্ষিপ্ত স্কোর: বাগমনিরাম আব্দুর রশিদ বালক উচ্চ বিদ্যালয়: ৭৭/১০/২৫.১ ওভার ও  একাডেমি ল্যাবরেটরি স্কুল: ৭৮/৬/১১.৫ ওভার এবং নাসিরাবাদ গভ: হাই স্কুল: ১৬৭/১০/৪৬.১ ওভার ও কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুল: ১৪৪/১০/৪৯.৪ ওভার।

একাডেমি ল্যাবরেটরি স্কুলের সফল বোলার নুর উদ্দিন সুজন মাত্র ১৫ রানে ৬টি এবং এস এম মাহিম বিল্লাহ ১৮ রানে ৩ উইকেট নিলে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় বাগমনিরাম স্কুলের ইনিংস।  পিয়াল হাসান জীবন (২৮)  ছাড়া আর কেউই দু-অংকের রান করতে পারেনি।  অতিরিক্ত খাতে আসে ২৭ রান।  জবাবে একাডেমি ল্যাবরেটরী স্কুলের সাইফুল ইসলামের ২৯ ও এস এম মাহিম বিল্লাহ’র ১২ এবং অতিরিক্ত ২৫ রানের সুবাদে ১১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

অপর ম্যাচে আগে ব্যাট করা নাসিরাবাদ হাই স্কুলের হয়ে ইমরান হাসান সামি ৪২, আবু বক্কর ২৬, মাহির ইসলাম ২৫, তাফসিদুল আলম ১২, শহীদ আল মাহাদি ১১, তাহসান আলম মাহি ১০ ও জিয়া উদ্দিন বাবলু ১০ রান করেন।  কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুলের আরাফ হোসেন ৩০ ও আবিদ হাসান ৬২ রানে প্রত্যেকে ৩টি করে এবং মো. মেহেরজ ৭ ও  মো. আরিফ ২৫ রানে প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন।

কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুলের হয়ে আবিদ হাসান ৪১ , মো. মেহেরাজ ৩১ ও ইমন হাসান ইমন ১৬ রান করেন। অতিরিক্ত ছিল ২৬ রান।  নাসিরাবাদ হাই স্কুলের মাহির ইসলাম ৩১ রানে ৩টি এবং তাসফিদুল আলম ২০ ও নাহিয়ান আহমেদ ২৪ রানে ২টি করে উইকেট নেন।  এছাড়া ইমরান হাসান সামি ১৩ রানে ১ উইকেট নেন।