কষ্টার্জিত জয় পেয়েছে বার্ডস স্পোর্টস ক্লাব

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেটে কষ্টার্জিত জয় পেয়েছে বার্ডস স্পোর্টস ক্লাব।  রবিবার (২১ মে) মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১ উইকেচে পিডিবি রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে।  টসে হেরে প্রথমে ব্যাট করে পিডিবি ৪৭.৫ ওভারে ২০৬ রানে অল-আউট হয়।  জবাবে বার্ডস স্পোর্টস ক্লাব ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের (২১০) দেখা পায়।

পিডিবি’ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান করেন অধিনায়ক আব্দুল হান্নান।  এছাড়া আব্দুর রহিম ৪০, আহমেদুল হাসান ২৭ ও দিদারুল আলম ১১ রান করেন।  বার্ডস স্পোর্টস ক্লাবের মো. শাহনেওয়াজ ৫২ রানে ৩টি  এবং রোকোনুল আবেদিন ২৯, ইমরান আল সজীব ৪৬ ও আশিক আলম অপূর্ব ৪৭ রানে প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।  এছাড়া ২০ রানে ১ উইকেট নেন জাহেদুল হাসান।

বার্ডস স্পোর্টস ক্লাবের হয়ে ইমরান আল সজীব  সর্বোচ্চ ৪৭, জাহেদুল হাসান অপরাজিত ৪৫, মো. শাহনেওয়াজ ২৮, সাইফউদ্দিন কায়সার ২০, মেহেরাব হোসেন ১৬, ও রোকোনুল আবেদিন ১২ ও আশিক আলম অপ: ১০ রান করেন।  পিডিবির সফল বোলার আরিফুল ইসলাম ৪৩ রানে ৪টি, আহমেদুল হাসান ৩৮ রানে ৩টি এবং দেলোয়ার হোসেন ২৮ রানে ২ উইকেট দখল করেন।