সুস্থ সমমর্মী জাতি গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

সুস্থ সমমর্মী জাতি গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বিশ্ব মেডিটেশন দিবস পালন করছে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার।

‘ভালো-মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২১ মে) নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত হয় এই আয়োজনে প্রায় ৬০০ মানুষ অংশগ্রহণ করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস. এম. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম।

এ সময় বক্তব্য রাখেন, শতায়ু অঙ্গনের সভাপতি অমৃত লাল, উজ্জীবনের সভাপতি মিল্টন ঘোষ, ইয়োগা প্রভাতীর অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং প্রভাতী আড্ডার অঞ্জন কান্তি শিকদার।

বক্তারা বলেন, ‘মেডিটেশন ও কোয়ান্টাম মেথড পরস্পর পরস্পরের পরিপূরক। ধ্যান হলো ব্রেনের কুলিং সিস্টেম ও মনের ক্লিনিং সিস্টেম। সুস্থতা ও নিরাময়ের জন্য ধ্যানের কোন বিকল্প নেই।’

নগরীর ডিসি হিলের মতো চট্টগ্রামের ২৭টি ভেন্যুসহ সারাদেশের প্রায় দেড়শতাধিক উন্মুক্ত স্থানে ভোর ছ’টায় শুরু হয় বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন।

সচিব, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গৃহিণী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেন।

এতে আলোচনা ও মেডিটেশন পাঠান কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক, গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক। তিনি বলেন, ‘মেডিটেশন হচ্ছে বিজ্ঞান। মেডিটেশন নিজের কাজকে সবচাইতে ভালোভাবে করার সক্ষমতা সৃষ্টি করে। সময় এসেছে মেডিটেশনের বাণী সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার। প্রতিটি মানুষ ধ্যান চর্চায় উদ্বুদ্ধ হোক। প্রতিটি মানুষ ভালো মানুষ হোক। তাহলে আমাদের দেশ হবে ভালো দেশ। আমরা পাব ভালো-মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ।’