মুক্তির তিন মাস পর এবার সাড়াজাগানো ছবি ‘হাওয়া’ কলকাতায় প্রদর্শিত হচ্ছে। শনিবার (২৯ অক্টোবর) শুরু হওয়া ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে ‘হাওয়া’র চারটি শো। কলকাতার স্থানীয় সময় বেলা ১টায় নন্দন-১ এ প্রথম প্রদর্শন হয় ছবিটির। বাংলাদেশি এই ছবি দেখতে বেলা পৌনে ১১টা থেকে হলের সামনে ভিড় করে কলকাতার সিনেমাপ্রেমীরা।
চলচ্চিত্র উৎসব উপলক্ষে চঞ্চল চৌধুরী এখন কলকাতায় আছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দন-১ এর সামনের একটা ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, সব বয়সের দর্শক ছবিটি দেখার জন্য হলের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কেউবা বসে আছেন। ছবিটি কেউ মিস করতে চান না।
এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ছবি প্রদর্শনের সময়সূচি জানিয়ে চঞ্চল চৌধুরী ফেসবুকে পোস্ট করেন। সেখানে জানানো হয়, ছবিটি শনিবার বেলা ১টায় এবং সন্ধ্যা ৬টায় নন্দন-১ প্রদর্শিত হবে। এরপরের দুটি প্রদর্শন ৩১ অক্টোবর ও ২ নভেম্বর নন্দন-২ এ সন্ধ্যা ৬টায়।
এছাড়া উৎসবে পরাণ, গুণিন, বিউটি সার্কাস, শাটল ট্রেনসহ বাংলাদেশের ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।