ওমান হামেরিয়া রেফারিজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি ফেনী

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে ওমান হামেরিয়া রেফারিজ ফুটবল টুর্নামেন্টে গতকাল সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে।  প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও রেফারিজ এসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এহসানুল হায়দার চৌধুরী বাবুল, হামেরিয়া ফুটবল একাদশের সভাপতি ও টুর্নামেন্টের স্পন্সর আব্দুল মান্নান, কো-স্পন্সর দুরন্ত সাপ্লাইয়ার্স-এর স্বত্বাধিকারী নুর মোহাম্মদ সাহেদ, কক্সবাজার ও ফেনী জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যথাক্রমে আবুল কাশেম কুতুবী ও মোহাম্মদ তুহিন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম অ্যাডভোকেট।  সঞ্চালনায় ছিলেন এস এম গিয়াস উদ্দিন বাবর।  টুর্নামেন্টের ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ও ফেনী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন।