উদ্বোধনী দিনে মাঠে নামছে আর্জেন্টিনা- ব্রাজিল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরু রবিবার

ঘরের মাঠে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘সহজ’ প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।  রোববার (২০ মে) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘সহজ’ প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।  কেননা শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে উজবেকিস্তান।  এদিকে রোববার (২০ মে) একই দিনে মাঠে নামছে ব্রাজিল।  তাদের প্রতিপক্ষ ইতালি।

ফিফা র‌্যাংকিংয়ে উজবেকিস্তান মূল দলের অবস্থান ৭৪তম, যেখানে আর্জেন্টিনার মূল দল রয়েছে শীর্ষে।  স্বাগতিকদের বিপক্ষে ন্যূনতম পয়েন্ট পেতে হলেও উজবেকিস্তান যুবাদের এদিন দিতে হবে কঠিন পরীক্ষা।  খুব বড় কোনো অঘটন না ঘটলে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার।

এদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে শক্তিশালী ইতালির বিপক্ষে।  ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে আজ ইতালির বিপক্ষে মাঠে নামবে।  প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে।  আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। সবমিলিয়ে ছয়বার শিরোপা জেতে দলটি।  সবশেষ ২০০৭ সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আর্জেন্টিনা।  তাদের পরই পাঁচবার যুব বিশ্বকাপ জেতে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।  সর্বশেষ ২০১১ সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।