লজ্জার রেকর্ডটি এখন বাটলারের

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন জস বাটলার।  একই সঙ্গে মুদ্রার উল্টো পিঠও দেখেছেন তিনি।  যার মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ডটি এখন তার দখলে।

শুক্রবার (১৯ মে) ধর্মশালায় চলতি আইপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান।  এ ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের পেসার কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার।  নিয়মরক্ষার ম্যাচটিতে ৪ বলে ০ রান করে চলমান আইপিএলে ৫ বার ডাক মারেন বাটলার।  যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ ৪টি করে ডাক মেরেছেন ৬ ক্রিকেটার।  যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার।  কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইয়ন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান ৪টি করে ডাক মেরেছেন।  এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ৩৯২ রান করেন বাটলার।  ৫টি ডাকের পাশাপাশি করেছেন ৪ ফিফটি।