চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে বড় ব্যবধানে জয় পেয়েছে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। শনিবার (২০ মে) মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় তারা ২৩৯ রানের বড় ব্যবধানে ওপিএ’কে হারিয়েছে। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী।
এতে ওপেনার আমজাদ হোসেনের ১১২ রানের (৩চার ও ১৪ ছক্কা) অন্যবদ্য সেঞ্চুরি এবং অপর ওপেনার মো. রাসেলের অপরাজিত ৭৩ রানের উপর ভর করে ৪৬ ওভারে ৩৪৭ রানের বিশাল রান সংগ্রহ করে। জবাবে ওপিএ ২৯.১ ওভারে ১০৮ রানে অল-আউট হয়।
ওপিএ দলের হয়ে একমাত্র ওমর ফারুক হৃদয় (৪৯ রান) ছাড়া বাকিদের কেউ-ই দু- অংকের রান করতে পারেননি। অতিরিক্ত খাতে ২৬ রান যোগ হয়। পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী’র মো. রাইসুল ৩টি, শহীদুল আলম ও আমজাদ হোসেন বাবু ২টি করে এবং মো. তানভীর ও শাহাদাত হোসেন ১টি করে উইকেট নেন।
পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর হয়ে অন্যদের মধ্যে ওমর ফারুক সায়মন অপরাজিত ৩৩, রিফাত হোসেন অনি ৩১, মো. তানভীর ১৭, মো. রাইসুল ১৪, শহীদুল ইসলাম সাকিব ১৪ এবং ওয়াহিদুল আলম ১৩ রান করেন। ওপিএ’র শিশির হোসেন ৩টি, আবেদ হোসেন ২টি এবং ওমর ফারুক. মো. সাকিব ও আবু বক্কর প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন।