ইস্পাহানি চিটাগাং ক্রিকেটে লিজেন্ড ও মাস্টার্সের জয়

ইস্পাহানি চিটাগাং মাস্টার্স টি-২০ ক্রিকেটে লিজেন্ড অব ক্রিকেট ও চিটাগাং মাস্টার্স নিজ নিজ খেলায় জয় পেয়েছে।  শনিবার (২০ মে) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় লিজেন্ড অব ক্রিকেট ৫২ রানে এমেচার ক্রিকেট ক্লাবকে এবং চিটাগাং মাস্টার্স ৩ উইকেটে নাইটিজ উইলোজকে হারিয়েছে।

প্রথম খেলায় লিজেন্ড ক্রিকেট ক্লাবের হয়ে মাহাফুজুল হক ৪৯, দেলোয়াড় হোসেন রানা (রিটায়ার্ড হার্ট) ১৮, ইমদাদুল ইসলাম খান অপরাজিত ১৬, নাজমুল আলম খান ১৪ এবং আসিফ আহমেদ ১০ রান করেন।  অতিরিক্ত খাতে ২৭ রান যোগ হয়। এমেচার ক্রিকেট ক্লাবের সলীম উল্লাহ ৪ এবং শফিকুর রহমান ৩ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।  এছাড়া আলমগীর হোসেন ও আলী বাহার ১টি করে উইকেট নেন।

এমেচার ক্রিকেট ক্লাবের হয়ে হাসান সিরাজী রাজীব ১৮ এবং আবুল বাহার ১৭ বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেননি।  অতিরিক্ত খাতে আসে ১৮ রান।  লিজেন্ড ক্রিকেট ক্লাবের ইমতিয়াজ উদ্দিন ৩টি এবং ওমর ফারুক ১০, প্রণব কুমার দাস ১৪ ও সৈয়দ আসাদ মাহামুদ ২টি করে উইকেট দখল করেন।  এ খেলায় জয়ী দলের মাহাফুজুল হক ম্যাচ সেরা হন।

অপর খেলায় নাইনটিজ উইলোজের হয়ে মাসুদ পারভেজ ৩৩, জিয়াউর রহমান ২৫, মো. খুররম (রিটায়ার্ড হার্ট) ২৫ এবং মাসুম-উদ- দৌলা চৌধুরী ২১ রান করেন।  চিটাগাং মাস্টার্সের নঈম উদ্দিন চৌধুরী ৩টি, আজিম উদ্দিন চৌধুরী ২টি এবং মাহাতাবউদ্দিন ও  নাজমুল ওয়াহাব চৌধুরী ১টি করে উইকেট নেন।

চিটাগাং মাস্টার্সের এম এম আশফাক অপু সর্বোচ্চ ৪১ রান করে ম্যাচ সেরা হন।  এছাড়া শাবিবুল আজম ছক্কায় ৩৫, রাইসুর রহমান অপরাজিত ১২, রিয়াদ মো. মোস্তফা ১২ এবং কায়সার পারভেজ চৌধুরী ১১ রান করেন।  অতিরিক্ত ছিল ২০ রান।  নাইনটিজ উইলোজের নিজামউদ্দিন চৌধুরী ৩টি, পংকজ কান্তি দে ২টি এবং মাসুদ পারভেজ ১ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: লিজেন্ড অব ক্রিকেট ১৪৬/১০/১৯.৫ ওভার ও এমেচার ক্রিকেট ক্লাব: ৯৪/১০/১৯.৩ ওভার এবং নাইটিজ উইলোজ: ১৩৫/৭/২০ ওভার ও  চিটাগাং মাস্টার্স: ১৩৮/৭/২০ ওভার।