বিশ্বকাপ নয়, ভাবনায় এখন শুধুই আফগান সিরিজ

শেষ হয়েছে আয়ারল্যান্ড সিরিজ।  সামনে এখন আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ।  এই সিরিজ খেলবে আফগানরা দুই ধাপে।

আগামী ১৪ জুন শুরু একমাত্র টেস্টটি।  এরপর কোরবানির ঈদের পর চট্টগ্রামে ৫ জুলাই শুরু ওয়ানডে সিরিজ।  তারপর সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ।

আফগান সিরিজ নিয়ে নির্বাচকদের ভাবনা কী?  শুক্রবার (১৯ মে) ছুটির দিন ঘরে বসে তা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  তিনি জানালেন, বিশ্বকাপের বাকি আরও ৪ মাস।  তাই তারা এখন তা নিয়ে ভাবতে নারাজ।  সামনে আফগানিস্তানের সাথে সিরিজ এবং তাদের দৃষ্টি সেদিকেই।

নান্নু বলেন, ‘চারিদিকে কী কথাবার্তা হচ্ছে, তা নিয়ে তো আমরা চিন্তাভাবনা করছি না।  এখনও চার মাস বাকি বিশ্বকাপের।  সামনে আফগানিস্তান সিরিজ আছে।   সিরিজগুলো নিয়ে আমরা ভাবছি।  আফগানিস্তান সিরিজে আমরা তিন ফরম্যাটে খেলব, সেটা নিয়ে আমরা দল গোছানোর কাজ করছি।’